স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পালকি ও ঘোড়ার গাড়ি দিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে, উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামে এই বিবাহ সম্পন্ন হয় । স্থানীয় সূত্রে জানা যায় – বরের প্রবাসী বাবার শখ ছিল ছেলের বিয়েতে নিয়ে আসবেন পালকি ও ঘোড়ার গাড়ি, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা আর নিজের শখ থেকে এক ভিন্ন মাত্রার বিয়ে আয়োজন করেন । বিয়ে বাড়ি,রাস্তা সহ সর্বত্র করা হয় রঙিন আলোকসজ্জার ব্যবস্থা। বিয়েকে কেন্দ্র করে বসানো হয় মেলা অংশ নেয় বিভিন্ন প্রকার খাবারের দোকান , সৌদি আরব প্রবাসী সাঈদ মীরের ছেলে জাহিদ মীরের সাথে আপন মেজ ভাইয়ের ছেলে শাহ আলমের মেয়ের সুমাইয়া আক্তারের সাথে নানা আয়োজনে বিয়ে সম্পন্ন করা হয় । দুই ভাইয়ের পরিবারের মধ্যে সম্পর্কে গভীর ও অটুট রাখতে এ বিয়ের আয়োজন করা হয় । গ্রামীণ ঐতিহ্য আর হারিয়ে যাওয়া সংস্কৃতি ধরে রাখতে বিয়েতে আনা হয় পালকি এবং ঘোড়ার গাড়ি। বর ও কন্যাকে গ্রামের বিভিন্ন রাস্তা ঘোড়া এবং পালকিতে চড়ে ঘোরানো হয় । এ সময় উৎসুক নারী পুরুষ ভীড় দিয়ে পালকির গান উপভোগ করে । এ উপলক্ষে আয়োজন করা নানা রকম খাদ্যের মধ্যাহ্ন ভোজের।এতে উপস্থিত ছিলেন মধ্যাহ্ন ভোজে অংশ নেয় কয়েক শত অতিথি সাংবাদিক জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি ধরে রাখতে এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় সুধীমহল।