ছানোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরে দুধ দিয়ে গোসল করেছেন বধু শিকদার নামে এক যুবক। আলোচিত এই যুবক ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী
গ্রামের বারেক শিকদারের
ছেলে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। মনের আনন্দে তার নিজ বাড়িতে ১৫ লিটার দুধ দিয়ে গোসল করেন বধু শিকদার। শুধু তাই নয়, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মাঝে মিষ্টিও বিতরণ করেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ছাড়া দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা যায়, এক যুবক বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। পাশে রয়েছে কলসভর্তি দুধ। সেখানে থাকা তার বন্ধুরা বালতি দিয়ে তার মাথা ও শরীরে দুধ ঢেলে গোসল করাচ্ছেন। এ সময় তাকে বেশ হাসিখুশিও দেখা যায়।