ওয়াহিদুজ জানান,ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর ভাঙ্গায় এস.এস.সি পরীক্ষার্থী যুথি মল্লিক অপহরণের নয়দিন কেটে গেলেও তার সন্ধান না মেলায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী। অপহৃত ঐ শিক্ষার্থী উপজেলার কাউলিবেড়া ইউনিয়েনর খাটরা গ্রামের জিতেন মল্লিকের মেয়ে যুথি রানী মল্লিক।
১২ এপ্রিল (শনিবার) দুপুর সাড়ে ১২ টার সময় উযজেলার খাটরা এলাকায় এই সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় প্রবাসী জিতেন মল্লিকের সহধর্মীনি শিউলী রানী মল্লিক সংবাদ সম্মেলনে বলেন, এই বছরে আমার মেয়ে যুথি রানী মল্লিক একজন এসএসসি পরীক্ষাথী ছিল। ৩ এপ্রিল বিকেলে যুথি রানী মল্লিক বাড়ির থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে কাওসার মোল্লা ও অজ্ঞাতনামা সহযোগীরা মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরবর্তীতে সম্ভাব্য সকল জায়গায় মেয়ের খোঁজ খবর নিয়ে না পাওয়ায় আমরা ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করি।
এই বিষয়ে ইউপি ইউপি সদস্য বাবু মোল্লা সাংবাদিকদের বলেন, মেয়ে ও ছেলে দুজনের তারাও খোঁজ করছেন কিন্তু মোবাইলফোন বন্ধ রাখায় তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান জানান,তথ্য ও প্রযুক্তির সহায়তায় আমরা মেয়েটির অবস্থান শনাক্তের চেষ্টা করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে।