ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত ১০ বছরের শিশু ধর্ষনের ঘটনার মামলায় দাদা দেলোয়ার হোসেন মোল্লাকে (৫৫) গ্রেফতার করেছে র্াব-১০ ও ১১ একটি যৌথ টিম। রবিবার রাতে নরসিংদী জেলার রায়পুরা থানা সদর উপজেলার শশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে র্াব ১০ আসামীকে ভাঙ্গা থানায় সোপর্দ করে। এরপর দুপুরে তাকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে গত ( ৯ এপ্রিল) বুধবার রাতে শিশুর বাবা রবিউল মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় দাদা দেলোয়ার হোসেন মোল্লার বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেন।
গত সোমবার( ৭ এপ্রিল) দুপুরে দাদার বাড়ি নতুন ধানের সিন্নি দিতে গিয়ে নাতি ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষনের স্বীকার হয়।
আসামী দাদা দেলোয়ার মোল্লার বাড়ি (৫৫), ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুপদিয়া গ্রামের ধলা মোল্লার পুত্র।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ হোসেন জানান, ভাঙ্গায় আলোচিত ১০ বছরের শিশু কন্যা দাদা কতৃক ধর্ষণের স্বীকার হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে ধর্ষণ মামলার আসামি দাদা দেলোয়ার হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে জিজ্ঞেসাবাদের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ঘটনার গত বুধবার রাতে শিশুর বাবা রবিবার মোল্লা বাদি হয়ে দাদা দেলোয়ার মোল্লার বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করে।