ষ্টাফরিপোর্টারঃ
রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে ২৩ এপ্রিল এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আয়োজনে ও হোসাইনিয়া পাক দরবার শরীফ সহায়তায় ফিলিস্তিন গাজা উপাত্যকায় মুসলমানদের উপর হত্যাকান্ডে জুলুম নির্যাতনকারীদের প্রতিরোধ করতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হোসাইনিয়া পাক দরবার শরীফ খাদেম মোঃ সাহাদাত সিকদার এর সহায়তায় আলোচনায় বক্তব্য রাখেন মোঃ দুলাল মিয়া, মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, কাজী মাসুদুর রহমান, হাজী মোঃ আবদুর রহমান, আরিফুল ইসলাম, মোঃ কোরবান আলী, মোঃ মারুপ মিয়া সহ আরো অনেকে। এ পর্যন্ত যত মুসলমান শহীূদ হয়েছেন সকলের সহযোগীতাদানে ত্রাণ সংগ্রহ করার সিদ্ধান্ত হয়। মূখ্য আলোচক মোঃ দুলাল মিয়া বলেন, বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন গাজায় হত্যা বন্ধ করুন। সকল জাতী ভেদাভেদ ভূলে মানবতার কল্যাণে এগিয় আসতে বিত্তবান ন্যক্তিরা ও সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।